বকশীগঞ্জে আ. লীগ সভাপতির বাসা থেকে ১০০ ভরি স্বর্ণালংকার লুট

একটি সংঘবদ্ধ ডাকাতদল প্রায় দেড় ঘণ্টা ধরে এই ডাকাতির ঘটনা ঘটায়। ছবি: সংগৃহীত

জামালপুরে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাহিনা বেগমের বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে।

আজ রোববার ভোররাত ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত দেড় ঘণ্টা ধরে ডাকাতরা তার নয়াপাড়ার বাসায় এই ডাকাতির ঘটনা ঘটায়।

দ্য ডেইলি স্টারকে শাহিনা বেগম জানান, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে ঢাকায় ছিলেন। বাড়ি থেকে মুঠোফোনে খবর পান যে, একদল ডাকাত বাসার পেছনের দরজা ভেঙে ভেতরে ঢুকে প্রথমে তার বৃদ্ধ মাকে জিম্মি করে। পরে অন্য কক্ষ থেকে তার ৩ বোন ছুটে গেলে তাদেরও অস্ত্রের মুখে জিম্মি করা হয়। একপর্যায়ে ডাকাতদল নগদ প্রায় ২০ লাখ টাকা, ৩টি মোবাইল ফোন ও প্রায় ১০০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের শনাক্ত করে আটক ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

Comments

The Daily Star  | English

Had no discussion on ‘humanitarian corridor’ with UN or any entity: Shafiqul Alam

Regarding the reports of involvement of a major power, he said, these are 'pure and unadulterated' propaganda.

1h ago