প্রকৌশলী ইনামুলকে লাঞ্ছিত করেন মেহেরপুরের কৃষক লীগ নেতা বনি আমিন

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়ন কৃষক লীগ সভাপতি বানি আমিন। ছবি: সংগৃহীত

নিজের সংগঠনের পক্ষে প্রচারপত্র বিলি করতে গিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত ও হামলার শিকার হন প্রবীণ প্রকৌশলী ম ইনামুল হক। তাকে লাঞ্ছিত করেছেন মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়ন কৃষক লীগ সভাপতি বানি আমিন।

গত শনিবার বিকেল ৫টার দিকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রকৌশলী ম ইনামুল হককে লাঞ্ছিতের ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে একটি সমাবেশে বক্তৃতা করছিলেন প্রকৌশলী ম ইনামুল হক। এ সময় আওয়ামী লীগের কাউন্সিলে কৃষক লীগের পক্ষ থেকে অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বনি আমিন। ইনামুলের বক্তব্যে সরকারের সমালোচনা করা হচ্ছিল এমন অভিযোগ তুলে প্রকাশ্যে মারধর করেন বনি আমিন।
 
এ ঘটনার একটি ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপর বিভিন্ন মহল থেকে সমালোচনা শুরু হয়।

আজ সোমবার সকালে এ বিষয়ে লাঞ্ছনাকারী মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি বনি আমিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দ্য ডেইলি স্টারকে মারধরের বিষয়টি শিকার করেন এবং এ ঘটনায় অনুতপ্ত বলেও জানান।

বনি আমিন জানান, ঘটনাটি আকস্মিকভাবেই ঘটেছে। ওই প্রকৌশলীকে এসব বক্তব্য না রাখতে বলেন। তিনি কথা না শুনলে তাকে বক্তব্য দানে বাধা দেন।

এ বিষয়ে গাংনী থানার অফিসার ইন-চার্জ মনোজিত নন্দী দ্য ডেইলি স্টারকে জানান, ঘটনাটির বিষয়ে তিনি শুনেছেন, তবে এখন পর্যন্ত বিষয়টি আইনগত পদক্ষেপের আওতায় আসেনি। 

তিনি বলেন, 'ঘটনা যেহেতু ঢাকার, সেহেতু সেখান থেকেও কোনো নির্দেশনা আসেনি।' 

মেহেরপুর কৃষক লীগ সূত্রে জানা গেছে, বিগত বিএনপি সরকারের আমলে বনি আমিন কৃষক হত্যা মামলার আসামি হয়েছিলেন। বিচারে তিনি সেই মামলা থেকে বেকসুর খালাস পান।

এ ছাড়া জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ দাবি করেন, বনি আমিনকে সবাই ভালো লোক বলেই জানে। কেন এমনটি ঘটলো বিষয়টি খতিয়ে দেখা যেতে পারে।

Comments

The Daily Star  | English

Yunus promises election on time

Chief Adviser Prof Muhammad Yunus yesterday reaffirmed his commitment to holding the 13th national election in the first half of February next year.

6h ago