সাভারে ‘ডিবি’ পরিচয়ের ২ জনকে গ্রেপ্তার

‘ডিবি’ পরিচয় দিয়ে ‘টাকা আত্মসাতের’ ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশ।
ডিবি
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

'ডিবি' পরিচয় দিয়ে 'টাকা আত্মসাতের' ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশ।

আজ বুধবার সকালে ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, 'মাহাবুর রহমান মিন্টু (২৭) ডিবি অফিসার পরিচয় দিয়ে রাজু খন্দকারকে (৩৪) নিলামে হায়েস গাড়ি পাইয়ে দেওয়ার নাম করে তার কাছ থেকে ১ লাখ ৯১ হাজার ৫০০ টাকা আত্মসাৎ করেন।'

তিনি আরও বলেন, 'রাজুর অভিযোগের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ৯টার দিকে সাভার পৌর কর্ণপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাহাবুর রহমান মিন্টু ও তার সহযোগী মো. ওমর ফারুকে (৩৪) গ্রেপ্তার করা হয়। সেসময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়।'

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ২ জনই 'ডিবি পুলিশ' পরিচয় দিয়ে টাকা আত্মসাতের ঘটনা স্বীকার করেছেন। মাহবুব নিজেকে 'ডিবি কর্মকর্তা' পরিচয় দেওয়ার সময় খেলনা পিস্তল দেখাতো বলেও স্বীকার করেছেন।

আসামিদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

Comments