‘হিজরত’র নামে গৃহত্যাগ করা ৯ তরুণ-তরুণীকে পরিবারের কাছে হস্তান্তর

'হিজরত'র নামে গৃহত্যাগ করা ৯ তরুণ-তরুণীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ সোমবার দেওয়া বিজ্ঞপ্তিতে তারা এ তথ্য জানিয়েছে।
র্যাব জানায়, গত ২২ ডিসেম্বর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৯ জন তরুণ-তরুণী ধর্মের ভুল ব্যাখ্যায় উদ্বুদ্ধ হয়ে কথিত হিজরতের জন্য একযোগে গৃহত্যাগ করেছিলেন। এ বিষয়ে তাদের পরিবার সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এই তথ্যের ভিত্তিতে র্যাবের গোয়েন্দা শাখা, র্যাব-৭ ও র্যাব-৮ এর সহযোগিতায় গত ২৫ ডিসেম্বর তাদেরকে র্যাবের হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। সেসময় বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তাদের সঠিক পথে ফিরিয়ে আনার জন্য কাউন্সেলিং করা হয়। কাউন্সেলিংয়ে তারা তাদের ভুল বুঝতে পেরে পরিবারের কাছে ফিরে যাওয়ার ইচ্ছা পোষণ করেন। এরই ধারাবাহিকতায় আজ র্যাবের কনফারেন্স রুমে আয়োজিত 'নবদিগন্তের পথে' অনুষ্ঠানের মাধ্যমে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
তারা হলেন— আবু বকর সিদ্দিক (১৯), মো. ফারুক হোসেন (১৮), মুফলিয়া আক্তার (১৮), রুনা আক্তার (১৮), কানিজ ফাতিমা ইফতি (২১) এবং ১৮ বছরের কম বয়সী আরও ৪ জন।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম থেকে তাদেরকে হেফাজতে নেওয়া হয় বলেও জানায় র্যাব।
Comments