বান্দরবানে তঞ্চঙ্গ্যা নারীকে ধর্ষণের অভিযোগ

বান্দরবান সদরে তঞ্চঙ্গ্যা গৃহবধুকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। 
স্টার অনলাইন গ্রাফিক্স

বান্দরবান সদরে তঞ্চঙ্গ্যা গৃহবধুকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। 

গত ৫ জানুয়ারি এ ঘটনা ঘটে। বর্তমানে ভুক্তভোগী নারী হাসপাতালে ভর্তি।

অভিযুক্ত অটোরিকশা চালক জাহাঙ্গীর আলম বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের বাসিন্দা।

ভুক্তভোগী নারী জানান, থ্রি-হুইলার চালক জাহাঙ্গীর বেশ কিছুদিন ধরে তাকে উত্যক্ত করে আসছিলেন। গত ৫ জানুয়ারি জাহাঙ্গীর তাকে বনপ্রপাত এলাকা থেকে তুলে নিয়ে ধর্ষণ করেন।

এ ঘটনায় ৭ জানুয়ারি বান্দরবান সদর থানায় ভুক্তভোগী নারী লিখিত অভিযোগ জানান।

জানতে চাইলে বান্দরবান সদর হাসপাতালের চিকিৎসক মঞ্জুরুল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'ধর্ষণের অভিযোগ করতে ওই নারী থানায় গেলে তাকে হাসপাতালে আসার পরামর্শ দেওয়া হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।'

যোগাযোগ করা হলে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'ধর্ষণের অভিযোগের খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।'

Comments