হত্যা মামলার আসামি সর্বহারা নেতা ওয়ারেছ ২৩ বছর পর গ্রেপ্তার

পাবনায় ২ হত্যা মামলার আসামি সর্বহারা দলনেতা ওয়ারেছকে ২৩ বছর পর গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে র‌্যাব।
গ্রেপ্তারকৃত ওয়ারেছ। ছবি: সংগৃহীত

পাবনায় ২ হত্যা মামলার আসামি সর্বহারা দলনেতা ওয়ারেছকে ২৩ বছর পর গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে র‌্যাব।

আজ মঙ্গলবার র‌্যাব-৪-এর এসপি ও এরিয়া অফিসার মো. মাজাহারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, গতকাল রাত ১১টার দিকে মিরপুরের শেওড়াপাড়া এলাকা থেকে ২৩ বছর ধরে আত্মগোপন থাকা ওয়ারেছকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। তিনি পাবনার আলোচিত জলিল গ্রুপের প্রধান আব্দুল জলিল ও দিপু হত্যা মামলার আসামি।

র‌্যাব জানিয়েছে, ওয়ারেছ পাবনা জেলার সর্বহারা দলের 'নকশাল' গঠনকালীন সদস্য হয়ে পরবর্তীতে সংগঠনটির শীর্ষ নেতা হন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১৯৯৯ সালের ৮ আগস্ট আটঘরিয়ার সর্বহারা নেতা আব্দুল জলিলকে হত্যা করেন ওয়ারেস। এ ঘটনায় আটঘরিয়া থানায় ওয়ারেছকে প্রধান আসামি ও অজ্ঞাতনামা ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়।

এ ছাড়া, পাবনার সাঁথিয়া থানার চাঞ্চল্যকর দিপু হত্যা মামলায়ও পলাতক আসামি ওয়ারেছ।

র‌্যাব জানায়, জলিলকে হত্যার পর ১৯৯৯ সালে ঢাকায় আত্মগোপন করেন ওয়ারেছ। এরপর ১৩ মাস মধ্যপ্রাচ্যে থেকে আবার দেশে ফিরেন এবং পরিচয় গোপন রেখে সাভার, আশুলিয়া, ধামরাই, গাজীপুর, বাড্ডাসহ বিভিন্ন এলাকায় ক্রমাগত পেশা পরিবর্তন করে অবস্থান করেন।

Comments

The Daily Star  | English
bd govt logo

25 districts including Dhaka get new DCs

Deputy commissioners were withdrawn from these districts on August 20

1h ago