‘ডিবি পরিচয়ে প্রতারণা’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

Coxs Bazar map
স্টার অনলাইন গ্রাফিক্স

কক্সবাজারের রামুতে 'ডিবি পরিচয়ে প্রতারণা' চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে হাতকড়া, খেলনা পিস্তলসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

গতকাল বুধবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের নুরপাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তাররা হলেন- লুৎফুর রহমান (৩৪), মিজানুর রহমান (৩৪), মুফিজুর রহমান (৩০) এবং ইমরান হোসাইন (৩২)।

আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ বলেন, 'ডিবি পরিচয় দিয়ে প্রতারণার খবর পেয়ে এ অভিযান চালানো হয়। এসময় প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ পুলিশের ব্যবহৃত ১টি হাতকড়া, ১টি খেলনা পিস্তল, ইংরেজিতে 'ডিবি কক্সবাজার' লেখা ১টি জ্যাকেট,  ১টি অটোরিকশা ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।'

তিনি আরও বলেন, 'গ্রেপ্তার ৪ জন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা ভুয়া পুলিশের পরিচয়ে দীর্ঘদিন ধরে মানুষকে আটক, টাকা আদায়সহ বিভিন্নভাবে হয়রানি করে আসছে। এ চক্রের আরও কয়েকজনের নাম ও ঠিকানা তারা জানিয়েছে।'

তাদের বিরুদ্ধে আজ দুপুরে রামু থানায় মামলা দায়ের করা হয়েছে এবং চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English
remittance earning of Bangladesh

Bangladesh’s forex reserves cross $25b again

However, as per BB’s calculation, the figure stands at $30.07 billion

3h ago