গুলশানে গুলির ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ৫ জনের ‍নামে মামলা

আবদুল ওয়াহিদ মিন্টু। ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান এলাকায় গতকাল রোববার গুলির ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মিন্টুসহ ৫ জনকে আসামি করে হত্যাচেষ্টা মামলা হয়েছে।

গুলশান থানার এসআই শাকির হাসান দ্য ডেইলি স্টারকে জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃত আব্দুল ওয়াহিদ মিন্টু, আরিফ হোসেন ও মনির আহমেদ এবং পলাতক শরিফুল ও হুমায়ুনের নামে মামলা করা হয়েছে।

তিনি জানান, পেনাল কোডের ৩০৭, ৩২৩, ৩২৬, ৪০৬ ও ৪২০ ধারায় মামলা করা হয়েছে।

গতকাল বিকেল ৪টার দিকে গুলশান-১ নম্বরে গ্লোরিয়া জিনস ক্যাফের সামনের সড়কের ফুটপাতে এ ঘটনা ঘটে।

গুলশান বিভাগের ডেপুটি পুলিশ কমিশনার আব্দুল আহাদ ডেইলি স্টারকে বলেন, 'আরিফ হোসেন বিকেল ৪টার দিকে গুলশান শপিং প্লাজার কাছে আলফা জেনারেল স্টোরে যান এবং দোকানদারকে এমএফএস অ্যাকাউন্টে ৭৫ হাজার টাকা ট্রান্সফার করতে বলেন।'

মোবাইল ফোনে টাকা পাঠানোর পর দোকানদার হাবিবুর রহমান টাকা চাইলে নেই বলে জানান আরিফ।

পরে হাবিবুর আশপাশের দোকানদারদের ডেকে আরিফকে আটকে রাখেন। আরিফ বিষয়টি ফোনে জানালে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আবদুল ওয়াহিদ মিন্টু, কবির ও মনির ঘটনাস্থলে পৌঁছে তাকে ছাড়ানোর চেষ্টা করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়।

ঘটনাস্থল থেকে আরিফ ও তার সহযোগীরা পালানোর চেষ্টা করলে দোকানদাররা তাদের ধরার চেষ্টা করে।

এ সময় মিন্টু এলোপাতাড়িভাবে গুলি ছুড়লে রহিম ও আমিনুল গুলিবিদ্ধ হন।

পুলিশ জানায়, মিন্টুর আগ্নেয়াস্ত্রের লাইসেন্স আছে। তবে সেটি দিয়ে গুলি করা হয়েছে কি না, তা এখনো নিশ্চিত না।

Comments

The Daily Star  | English
US attack on Iran nuclear sites

Iran denounces US attack as ‘outrageous’

Iran says 'no signs of contamination' after US attacks on key nuclear sites

10h ago