শিশুবক্তা রফিকুলসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

রফিকুল ইসলাম মাদানী। ছবি: সংগৃহীত

গাজীপুরের বাসন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় শিশুবক্তা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানীসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত অভিযোগ পড়ে শোনালে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন।

রফিকুল ইসলাম মাদানী বর্তমানে কারাগারে আছেন এবং অন্য আসামি মাসুম বিল্লাহ জামিনে মুক্ত আছে।

এদিন বিচারিক আদালতে তারা মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত তাদের আবেদন খারিজ করে দেন।

আদালত আগামী ১ মার্চ এই মামলা বিচারকাজ শুরুর তারিখ নির্ধারণ করেছেন।

বাসন থানার উপপরিদর্শক এবং এই মামলার তদন্তকারী কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন ২০২১ সালের ২০ সেপ্টেম্বর এই মামলায় আদালতে অভিযোগপত্র জমা দিয়েছিলেন।

ওই বছরের ১১ এপ্রিল টেকনাগপাড়ার বাসিন্দা মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী প্রপাগান্ডা ছড়ানো, হুমকি দেওয়া ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করা, অপমানকর তথ্য প্রকাশ ও সন্ত্রাসী সংগঠনকে সহায়তার অভিযোগ আনা হয়।

র‌্যাব সদস্যরা ২০২১ সালের ৭ এপ্রিল নেত্রকোণা থেকে রফিকুল ইসলাম মাদানীকে আটক করে। একই আদালত রফিকুলের বিরুদ্ধে মতিঝিল, তেজগাঁও ও গাজীপুরের গাছা থানায় দায়ের হওয়া মামলায় অভিযোগ গঠন করেছেন।

Comments

The Daily Star  | English

Reforms, justice must come before election: Nahid

He also said, "This generation promises a new democratic constitution for Bangladesh."

5h ago