গাড়িতে ৭৭ বোতল ফেনসিডিল, ২ পুলিশ সদস্য আটক

আটক ২ পুলিশ সদস্য। ছবি: সংগৃহীত

লালমনিরহাটে প্রাইভেটকারে করে ফেনসিডিল পাচারকালে ২ পুলিশ সদস্যকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শুক্রবার ভোরে সদর উপজেলার কুলাঘাট-বড়বাড়ি বাইপাস সড়কের টিকটিকি বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

রাতে বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন লালমনিরহাট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক হেলাল উদ্দিন।

ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্যসহ আটক পুলিশ সদস্যরা হলেন, রংপুর শহরের মাস্টারপাড়া এলাকার মৃত শাহ আলমের ছেলে মেহেদী হাসান ও পঞ্চগড় সদর উপজেলার খোলাপাড়া এলাকার গোলাম হাফিজের ছেলে হারুনুর রশিদ।

ডিএনসি সূত্রে জানা গেছে, মেহেদী হাসান রাজারবাগ পুলিশ লাইনসে ও হারুনুর রশিদ রংপুর জেলা পুলিশে কর্মরত।

লালমনিরহাট ডিএনসি'র পরিদর্শক হেলাল উদ্দিন ডেইলি স্টারকে বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট-বড়বাড়ি বাইপাস সড়কে অভিযান চালায় ডিএনসির একটি দল। এসময় সন্দেহজনকভাবে টিকটিকি বাজার এলাকায় একটি প্রাইভেটকার আটক করা হয়। পরে গাড়িটি তল্লাশি করে ৭৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। প্রাইভেটকার থেকে মেহেদী হাসান ও হারুনুর রশিদ নামে ২ জনকে আটক করে প্রাইভেটকারটি জব্দ করা হয়। তবে প্রাইভেটকারচালক পালিয়ে যান।'

'জব্দকৃত ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটককৃতদের লালমনিরহাট সদর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে', বলেন তিনি।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম ডেইলি স্টারকে বলেন, 'মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটি মামলা করেছে। এজাহারে আটককৃতদের পরিচয় পুলিশ সদস্য উল্লেখ করা না হলেও পরে জানা গেছে তারা পুলিশ সদস্য।'

Comments

The Daily Star  | English

Rickshaws no longer allowed on main roads: DNCC

More than 100 illegal battery-powered rickshaws were seized during the joint operation

13m ago