অনুমতি ছাড়া গাছ কাটার অভিযোগ বন কর্মকর্তার বিরুদ্ধে

বন বিভাগের অনুমতি ছাড়া গাছ কাটার অভিযোগ উঠেছে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের কালুরঘাট ডিপোর ইনচার্জ জামাল উদ্দিনের বিরুদ্ধে।
ছবি: সংগৃহীত

বন বিভাগের অনুমতি ছাড়া গাছ কাটার অভিযোগ উঠেছে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের কালুরঘাট ডিপোর ইনচার্জ জামাল উদ্দিনের বিরুদ্ধে।

গত বুধবার কেটে ফেলা রেইনট্রি জাতের গাছটির বয়স আনুমানিক ৪০ বছর, যেটি থেকে অন্তত ১০০ ঘনফুট কাঠ হবে।

তবে জামাল উদ্দিন দাবি করেন, তিনি গাছ কাটার জন্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ থেকে মৌখিকভাবে অনুমতি নিয়েছেন।

যদিও চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শফিকুল আলম জানিয়েছেন, তিনি গাছ কাটার বিষয়ে কিছু জানেন না।

তিনি বলেন, 'অনুমতি ছাড়া গাছ কাটা যাবে না। জামাল কোনো ধরনের অনুমতি নেননি।'

সংশ্লিষ্টরা জানান, নগরের কালুরঘাট এলাকায় রেলের জায়গা লিজ নিয়ে ডিপো করেছিল চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ। সেই ডিপোর পাশে চট্টগ্রাম বোয়ালখালী ফেরি সার্ভিস চালুর জন্য সংযোগ সড়ক নির্মাণ করা হচ্ছে। মূলত সড়ক তৈরির জন্য গাছটি কাটতে হয়েছে।

সড়ক ও জনপদ বিভাগের ঠিকাদার আবিদুর রহমান বলেন, 'গাছটি কাটার জন্য আমি শুধু শ্রমিক দিয়েছি। অনুমতি এবং অন্যান্য বিষয় ডিপোর ইনচার্জ জামালউদ্দিন দেখেছেন।'

বন আইন অনুযায়ী, অনুমতি ছাড়া গাছ কাটা দণ্ডনীয় অপরাধ।

নাম প্রকাশে অনিচ্ছুক ডিপোর একজন প্রহরী জানিয়েছেন, গাছটি কাটার পর কয়েকটি টুকরো পাচার করা হয়েছে। ডিপোতে মাত্র একটি ছোট টুকরো আছে।

জানতে চাইলে ফরেস্টার জামাল উদ্দিন বলেন, 'গাছটি সংরক্ষণ করা আছে। কোথাও পাচার করা হয়নি।'

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শফিকুল আলম বলেন, 'গাছ কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।'

Comments