দিনাজপুরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নিহত ২

Dinajpur Map
স্টার ডিজিটাল গ্রাফিক্স

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।

আজ বুধবার সকালে উপজেলার চুনিয়াপাড়া চারমাথা মোড়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন চারমাথা এলাকার হায়দার আলীর ছেলে মনোয়ার হোসেন মিম (২৪) ও একই এলাকার ইসমাইল হোসেনের ছেলে রাকিব হোসেন (২৫)।

স্থানীয়দের বরাত দিয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, মনোয়ার ও রাকিবের পরিবারের সঙ্গে একই এলাকার ওমর আলীর পরিবারের ২৮ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। আজ সকালে ওই জমিতে ২ পক্ষ ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই মনোয়ার নিহত হন এবং আহত হন বেশ কয়েকজন।

তিনি আরও জানান, আহতদের মধ্যে রাকিবকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

Comments