চট্টগ্রামে রিজওয়ানার গাড়িতে পাথর নিক্ষেপকারী গ্রেপ্তার
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িতে পাথর নিক্ষেপের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার বিকেলে চট্টগ্রামের আকবর শাহ থানা এলাকার বিশ্ব কলোনি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আবু নোমান। তিনি নগরীর আকবর শাহ এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার বিকেলে আকবরশাহ থানাধীন লেকসিটি আবাসিক এলাকায় পাহাড় কেটে ভরাট করা ছড়া পরিদর্শনের সময় সৈয়দা রিজওয়ানা হাসের গাড়িতে পাথর ছোড়া হয়। এই ঘটনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল আলম ওরফে জসিমসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেন রিজওয়ানা। গ্রেপ্তার হওয়া নোমান ছয় আসামির একজন।
মামলার অভিযোগে বলা হয়, পাহাড় কেটে ভরাট করা ছড়া পরিদর্শনের সময় নোমানসহ কয়েকজন রিজওয়ানার গাড়ির গতিরোধ করেন। গাড়ি আটকে তাকে হুমকি ধামকি দেওয়া হয়। রিজওয়ানা হাসান ফিরে আসার সময় তার গাড়ি লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা হয়।
জানতে চাইলে আকবর শাহ থানার ওসি ওয়ালি উদ্দিন আকবর বলেন, শনিবার বিকেলে নোমানকে গ্রেপ্তার করা হয়। ছড়া পরিদর্শনের সময় রিজওয়ানা হাসানের দলের পিছু নিয়েছিলেন তিনি। পরে তিনি রিজওয়ানা হাসানের গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়েন।
Comments