ইমরান-নাকানো দম্পতির ২ সন্তান থাকবে মায়ের কাছে

ইমরান-নাকানো দম্পতির ২ সন্তানের অভিভাবকত্বের রায় আগামীকাল
ইমরান ও নাকানো। ছবি: সংগৃহীত

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইমরান শরীফ ও জাপানি নাগরিক এরিকো নাকানোর ২ সন্তান তাদের মায়ের হেফাজতে থাকবেন বলে রায় দিয়েছেন ঢাকার একটি পারিবারিক আদালত।

আজ রোববার বিকেল ৪টার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান এই রায় দেন।

তিনি বলেন, এই ২ শিশু এখনো নাবালিকা হওয়ায় তারা মায়ের কাছেই নিরাপদ।

এ ছাড়া, এ বিষয়ে ইমরান শরীফের মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত।

চলতি বছরের ২২ জানুয়ারি যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ বিষয়ে রায় দেওয়ার জন্য আজকের দিন ধার্য করেন একই আদালত।

আদালত মামলার বাদীসহ ৩ জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করে এবং বিচার চলাকালীন শুধু এরিকো আদালতে তার জবানবন্দি দেন।

২০২১ সালের ৩১ আগস্ট হাইকোর্ট ইমরান শরীফ এবং এরিকো নাকানোকে তাদের ২ মেয়ের সঙ্গে ১৫ দিনের জন্য গুলশানের একটি ফ্ল্যাটে এক সঙ্গে থাকার নির্দেশ দিন।

আদালত সমাজসেবা অধিদপ্তরের বিষয়টি খতিয়ে দেখতে বলেছে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে এই পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়।

বিচারকের পর্যবেক্ষণ, মা সন্তানদের যত্ন সহকারে দেখাশোনা করেন এবং শিশুরা মায়ের হেফাজতে নিরাপদে থাকে। এছাড়া, এরিকো নাকানো একজন চিকিত্সক এবং জাপানে অনুশীলন করেন, তাই শিশুরা তাদের মায়ের হেফাজতে নিরাপদে থাকবে।

মামলার বাদী প্রমাণ করতে ব্যর্থ হন যে, শিশুরা তার হেফাজতে নিরাপদে থাকবে। তাই শিশুদের হেফাজত নিয়ে এমরান শরীফের দায়ের করা মামলা খারিজ হয়ে যায়।

Comments

The Daily Star  | English
Bangladesh women's football team qualify for Asian Cup

Bangladesh women's football team qualify for Asian Cup

Bangladesh women's football team made history as they qualified for the AFC Women's Asian Cup for the first time. 

1h ago