অপরাধ ও বিচার

শাহ আমানত বিমানবন্দরে বাংলাদেশি পাসপোর্টসহ রোহিঙ্গা গ্রেপ্তার

আসাদ উল্লাহ উখিয়া থানায় দায়ের করা একটি হত্যা মামলার আসামি।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত

সৌদি আরবে পালিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশি পাসপোর্টসহ এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

আজ শুক্রবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয়।

সিএমপি ডিবির (উত্তর) উপকমিশনার (ডিসি) নাহিদ আদনান তাইয়ান ডেইলি স্টারকে বলেন, 'গ্রেপ্তারকৃত রোহিঙ্গা আসাদ উল্লাহ গত ৯ জানুয়ারি উখিয়া থানায় দায়ের করা একটি হত্যা মামলার আসামি।'

তিনি বলেন, 'বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আসাদ উল্লাহ জেদ্দাগামী একটি ফ্লাইটে সৌদি আরবে যাওয়ার চেষ্টা করছিল। পুলিশ খবর পেয়ে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তাকে গ্রেপ্তার করে।'

'প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আমরা আসাদ উল্লাহ সম্পর্কে আরও তথ্য প্রকাশ করব,' তিনি যোগ করেন।

Comments