পুলিশ পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগে ঢাবির ২ ছাত্রলীগ নেতা আটক: পুলিশ

বৃহস্পতিবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানের রমনা কালি মন্দির এলাকা থেকে তাদের আটক করা হয়।
স্টার অনলাইন গ্রাফিক্স

পুলিশের পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২ ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে শাহবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানের রমনা কালি মন্দির এলাকা থেকে তাদের আটক করা হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'তাদের সোহরাওয়ার্দী উদ্যান থেকে আটক করেছে পুলিশ। বইমেলায় আসা ৪ জনের কাছ থেকে পুলিশ পরিচয় দিয়ে তারা ৯০০ টাকা চাঁদা নিয়েছে। পরে পুলিশ ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থল থেকে তাদের আটক করে। তাদের বিরুদ্ধে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

ছাত্রলীগ সূত্র জানিয়েছে, আটক ২ নেতা হলেন- মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগের সহ-সভাপতি মোহাইমিনুল ইসলাম ইমন এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের সহ-সভাপতি রাজিব হোসাইন রবিন।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন দ্য ডেইলি স্টারকে বলেন, 'অন্যায়কারীদের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠিন। পুলিশ আমাদের ঘটনাটি জানিয়েছে, আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি। এ দুজনের বিরুদ্ধ পরে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।'

Comments