ঢাবিতে গাছে ঝুলন্ত মরদেহটি কেরানীগঞ্জের আবু সালেহর

মরদেহ উদ্ধার করছে পুলিশ। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত ভবনের রাস্তার পাশে গাছে ঝুলন্ত মরদেহটি কেরানীগঞ্জের বাসিন্দা আবু সালেহর।

পুলিশের ধারণা, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভারের সঙ্গে আঙুলের ছাপ মিলিয়ে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ বুধবার সকাল ৯টার দিকে শাহবাগ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছিল, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর।

ওসি জানান, তার সঙ্গে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। পরে, সিআইডির ক্রাইম সিন ইউনিট এনআইডি সার্ভারের সঙ্গে তার আঙুলের ছাপ মিলিয়ে পরিচয় শনাক্ত করে।

ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শেখ হাদিউজ্জামান ডেইলি স্টারকে বলেন, 'স্থানীয়রা বলছেন তিনি ভবঘুরে ছিলেন।'

'তিনি ফুটপাতে থাকতেন এবং তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে,' বলেন এসআই হাদিউজ্জামান।

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, 'প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, মঙ্গলবার রাতে তিনি গাছে উঠে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে আরও তদন্ত চলছে।'

পুলিশ আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

BNP reaffirms commitment to press freedom, says Fakhrul

He stressed that the BNP rejects all forms of coercion aimed at silencing dissent

38m ago