শ্রীপুর

অ্যাডিশনাল ডিআইজির বাড়িতে ডাকাতি

গাজীপুরের শ্রীপুরে উপপুলিশ মহাপরিদর্শকের (অ্যাডিশনাল ডিআইজি)  বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
ডাকাতরা ঘরের আসবাবপত্র তছনছ করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। ছবি: স্টার

গাজীপুরের শ্রীপুরে উপপুলিশ মহাপরিদর্শকের (অ্যাডিশনাল ডিআইজি)  বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

ডাকাতরা গৃহকর্তা ও গৃহকর্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের আসবাবপত্র তছনছ করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।

আজ রোববার ভোররাত দেড়টায় উপজেলার মাওনা ইউনিয়নের বেলতলী গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটে।

পুলিশ কর্মকর্তা আব্দুল জলিল সিলেট রেঞ্জের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক পদে কর্মরত।

আব্দুল জলিলের বাবা আব্দুল বাতেন বলেন, 'রাত দেড়টার দিকে বারান্দার গ্রিল কেটে ৫/৭ জন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা আমার স্ত্রীর গলায় ছুরি ধরে জিম্মি করে। পরে ঘরের ওয়ারড্রব, স্টিলের আলমারির তালা ভেঙে দেড় ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ১৮ হাজার টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নেয়। তারা আমার ছেলের ২ সেট ইউনিফর্মও নিয়ে গেছে।'

তিনি আরও বলেন, 'ডাকাতরা প্রায় পৌনে ১ ঘণ্টা অবস্থান করে ৩টি ঘরের সব আসবাবপত্র তছনছ করেছে।'

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, 'খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের ধরতে অভিযান চলমান রয়েছে। আশা করছি শিগগির মালামাল উদ্ধারসহ ডাকাতদের গ্রেপ্তার করতে পারবো।'

Comments

The Daily Star  | English

Bangladesh Bank to rescue problem banks

The Bangladesh Bank is set to rescue problem banks including some Shariah-based banks controlled by S Alam Group by managing liquidity or merging a few.

1h ago