যশোর

শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে ১ জনের মৃত্যুদণ্ড

যশোরের বাঘারপাড়া উপজেলায় এক শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে ১ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানাও করেছে আদালত।

যশোরের বাঘারপাড়া উপজেলায় এক শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে ১ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানাও করেছে আদালত।

ধর্ষণের ঘটনার ১ বছর ৫ মাস পর রোববার যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক গোলাম কবির এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত নাজমুল হক (২৫) বাঘারপাড়া উপজেলার দোহাকুলা ইউনিয়নের ঠাকুরকাঠি গ্রামের বাসিন্দা।

সংশ্লিষ্ট আদালতের পিপি সেতারা খাতুন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০২১ সালের ২০ নভেম্বর সকাল থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ওই শিশুকে খুঁজে পাচ্ছিল না তার পরিবার। প্রতিবেশী নাজমুল তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন।

মরদেহ লুকানোর সময় প্রতিবেশীরা দেখে ফেলে এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নাজমুলকে ধরে ফেলে। পরে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে এবং নাজমুলকে আটক করে।

এ ঘটনায় শিশুর বাবা বাঘারপাড়া থানায় মামলা করেন। তদন্তের পর ২০২২ সালের ১৭ মে আদালতে চার্জশিট জমা দেন তদন্ত কর্মকর্তা এসআই আওয়াল হোসেন। 

Comments