পথচারী সেজে ছিনতাই করতেন তারা

রাজধানীতে ছিনতাই চক্রের ৪ নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীতে ছিনতাই চক্রের ৪ নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মিরপুর-১০ নম্বর গোলচত্বর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ৪ জন হলেন- মনিকা (২০), মিম ওরফে সমলা (১৯), সোহাগী (২০) এবং  রিতু (২৪)।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে মনিকা ও রিতু কোলে শিশু নিয়ে ঘুরতেন। মিম ও সোহাগী পথচারী সেজে তাদের আশপাশে থাকেন। এরপর কোনো নারী পথচারী দেখলে তাদের টার্গেট করেন। সুবিধাজনক কোন স্থানে গিয়ে ভুক্তভোগীর মোবাইল ছিনিয়ে নিয়ে রাস্তা পার হয়ে চলে যান। পথচারী চিৎকার চেঁচামেচি শুরু করলে আশপাশে থাকা তাদের চক্রের বাকি সদস্যরা পথচারী সেজে ধাক্কা দিয়ে বা অন্য কোনো অজুহাতে ঝগড়া বাধিয়ে দেন। এই সুযোগে মনিকা ও রিতু পালিন। গতকালও একই কায়দায় ছিনতাই করেন তারা।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে হাতেনাতে মনিকা, রিতু এবং পথচারী সেজে থাকা মিম ও সোহাগীকে গ্রেপ্তার করা হয়।

Comments