পাবলিক প্লেস-অফিসে ব্রেস্ট ফিডিং কর্নার করার নির্দেশ হাইকোর্টের

দেশের সব অফিস, শপিং মল, বিমানবন্দর, বাসস্ট্যান্ড ও রেলওয়ে স্টেশনে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দিয়েছেন আদালত।
দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন
স্টার ফাইল ফটো

দেশের সব অফিস, শপিং মল, বিমানবন্দর, বাসস্ট্যান্ড ও রেলওয়ে স্টেশনে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দিয়েছেন আদালত।

আজ রোববার একটি রিট আবেদন নিষ্পত্তি করে আদালত এই নির্দেশ দেন।

আইনজীবী ইশরাত হাসান ২০১৯ সালের ২৪ অক্টোবর হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেছিলেন। আবেদনকারী হিসেবে তার ৯ মাস বয়সী সন্তান উমর বিন সাদীর নামও রয়েছে।

ইশরাত হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, 'দেশের সরকারি-বেসরকারি সব অফিসে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনে ব্যবস্থা নিতে আদালত সরকারকে পর্যাপ্ত সময় দিয়েছেন।' 

'পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে এই বিষয়ে বিস্তারিত জানা যাবে,' বলেন তিনি।

রিট আবেদনে বলা হয়, কর্মক্ষেত্র, শপিং মল, বিমানবন্দর, বাসস্ট্যান্ড ও রেলওয়ে স্ট্যান্ডে নির্দিষ্ট করে ব্রেস্ট ফিডিং ও বেবি কেয়ার কর্নার না থাকায় প্রতিটি মাকে অস্বস্তিকর অবস্থায় পড়তে হয়।

তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পাবলিক প্লেস ও সব অফিসে ব্রেস্ট ফিডিং ও বেবি কেয়ার কর্নার স্থাপনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে সেই নির্দেশনা এখনো পুরোপুরি পালন করা হয়নি।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এসকে সাইফুজ্জামান রাষ্ট্রপক্ষের হয়ে আদালতে শুনানি করেন।

Comments