ঝালকাঠি

শিক্ষককে ছুরিকাঘাত, সাবেক স্বামী আটক

অভিযুক্ত আতিকুর রহমান আতিককে আটক করেছে পুলিশ। ছবি: স্টার

ঝালকাঠিতে সাবেক স্বামীর ছুরিকাঘাতে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক গুরুতর আহত হয়েছেন। 

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পথে তাকে ছুরিকাঘাত করা হয়।
 
ভুক্তভোগী রুনা খানম ঝালকাঠি শহরের শাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিক। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শহরের সাধনা মোড় এলাকায় আকস্মিকভাবে সাবেক স্বামী আতিকুর রহমান আতিক ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রুনাকে গুরুতর জখম করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতাল নিয়ে যান। এরপর অবস্থার অবনতি হলে দ্রুত তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার পর স্থানীয়দের ধাওয়া খেয়ে থানায় আশ্রয় নেয় অভিযুক্ত আতিক। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছেন। 

শাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার বেগম দ্য ডেইলি স্টারকে বলেন, '৬ মাস আগে আতিকুর ও রুনার বিচ্ছেদ হয়। এরপর আজ স্কুলে যাওয়ার পথে রুনাকে ছুরিকাঘাত করেন আতিক। এতে তার গলা, পেট ও বুকে মারাত্মক জখম হয়। তবে কী কারণে রুনার ওপর এ হামলা হয়েছে এ বিষয়ে কেউ কিছু বলতে পারেননি।'

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার ডেইলি স্টারকে বলেন, 'পুলিশ অভিযুক্ত আতিককে আটক করেছে। তবে এ বিষয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'

Comments

The Daily Star  | English

US retailers lean on suppliers to absorb tariffs

Rather than absorbing the cost or immediately passing it on to consumers, many US apparel retailers and brands have turned to their suppliers in Bangladesh, demanding they share the pain

2h ago