পুলিশ পরিচয়ে ছিনতাই, সাবেক ছাত্রলীগ নেতাসহ আটক ৪

স্টার অনলাইন গ্রাফিক্স

নরসিংদী সদর উপজেলায় পুলিশ সদস্য পরিচয়ে ছিনতাইয়ের সময় ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্যসহ ৪ জনকে আটক করা হয়েছে।

আজ শুক্রবার সকাল ১১টার দিকে নরসিংদী সদর উপজেলার বৌয়াকুর এলাকা থেকে তাদের আটক করা হয়। সে সময় তাদের কাছ থেকে পুলিশের ভুয়া আইডি কার্ড ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন নরসিংদী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) অভিজিৎ রায়।

আটক ৪ জন হলেন—নরসিংদী আওয়ামী লীগের সহসভাপতি আমিরুল ইসলাম ভূইয়ার ছেলে ও নরসিংদী জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রেহানুল ইসলাম ভূইয়া লেলিন (৩৬),  মাধবদী টাটাপাড়া এলাকার শাফিকুর রহমানের ছেলে এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সহ-সভাপতি শোয়েব রায়হান (২৯), বিরামপুর এলাকার আক্তার হোসেনের ছেলে তানভীর আহমেদ (৩০) এবং ভলবদ্রদী এলাকার মকবুল হোসেনের ছেলে কামরুল হাসান মুহিত (২৯)।

তাদের মধ্যে লেলিনের বিরুদ্ধে অস্ত্র আইনসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভুক্তভোগী আক্কাস আলীর ছেলে প্রত্যক্ষদর্শী ইকবাল হোসেন বলেন, 'আমি ও আব্বা (আক্কাস আলী) আমাদের সাহেবপ্রতাব এলাকার বাড়ি থেকে গ্রামের বাড়ি বাঁশগাড়িতে জমি কেনার জন্য ১৬ লাখ টাকা নিয়ে অটোরিকশা দিয়ে যাচ্ছিলাম। বৌয়াকুড় এলাকায় পৌঁছালে ২টি মোটরসাইকেলে করে ৪ জন আমাদের গতিরোধ করে। তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে প্রথমে পুলিশের পরিচয়পত্র দেখিয়ে পিস্তল দেখায়। পরে আমাদেরকে ভয় দেখিয়ে টাকার ব্যাগ নিয়ে যায়। সে সময় আমরা চিৎকার করে তানভীর ও শোয়েবকে ধরে ফেলি, আর বাকি ২ জন টাকা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের ধরে পুলিশকে খবর দেওয়া হয়।'

ভুক্তভোগী বাঁশগাড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য আক্কাস আলী ডেইলি স্টারকে বলেন, 'আমরা গতকাল ব্যাংক থেকে টাকা উত্তোলন করে আমাদের নরসিংদীর সাহেবপ্রতাপ বাসায় রেখে দেই। আজ বাঁশগাড়িতে জমির বায়নাপত্র হওয়ার কথা ছিল। সেজন্য আমি আমার ছেলেকে সঙ্গে নিয়ে টাকাগুলো ব্যাগে রেখে গ্রামে উদ্দ্যেশে আজ সকাল ১১টার দিকে রওনা হলে নরসিংদীর বৌয়াকুর এলাকায় টেলিফোন অফিসের সামনে ২ জন ব্যক্তি পুলিশ পরিচয়ে আমাদের আটক করে তল্লাশি শুরু করে। তারা সিভিল পোশাকে ছিলেন এবং একজনের কোমড়ে অস্ত্র ছিল। আমাদেরকে তাদের পুলিশের আইডি কার্ড দেখিয়েছেন।'

'তল্লাশির নামে ২ জন ব্যক্তি আমার হাতে থাকা ব্যাগের টাকা নিয়ে টানাটানি করে তা ছিনিয়ে নিয়ে যায় এবং পাশে থাকা আরও ২ জন এগিয়ে এসে আমাদেরকে মারধর শুরু করেন। তখন বিষয়টি সন্দেহ হলে রাস্তায় থাকা লোকজনের সহায়তায় তাদের ২ জনকে আটক করতে সক্ষম হই এবং অপর ২ জন টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়', বলেন তিনি।

এসআই অভিজিৎ রায় ডেইলি স্টারকে বলেন, 'টাকা ছিনতাইয়ের অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে। তারা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।'

নরসিংদী শহর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ হোসেন ডেইলি স্টারকে জানান, লেলিন ও শোয়েব ছাত্রলীগের নেতা এবং তানভীর ও মুহিত কর্মী।

Comments

The Daily Star  | English

Crime ‘stable’ at 11 murders, 15 rapes a day!

The chief adviser's press wing goes on to assert that the official crime statistics from September 2024 to June 2025 do not "completely" support the claim that crime is sharply rising this year.

13h ago