নরসিংদীতে খেতে পড়ে ছিল যুবলীগ নেতার ভাইয়ের রক্তাক্ত মরদেহ

রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

নরসিংদী রায়পুরায় যুবলীগের কেন্দ্রীয় সদস্য নাদিম উদ্দিনের ভাই রায়হান মিয়ার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার সকালে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের সিরাজনগর নয়াচর গ্রামে বাড়ির পাশের একটি ঘাস খেতে রায়হানের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন পরিবারের সদস্যরা।

রায়পুরা থানার সার্কেল অফিসার ও অতিরিক্ত পুলিধ সুপার সত্যাজিত কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।

রায়হান (৪০) সিরাজনগর নয়াচর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন কৃষক।

পুলিশ বলছে, বাড়ির পাশে একটি বাগানে রায়হান মিয়াকে গলা কেটে হত্যা করা হয়। পরে তার লাশ খেতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

রায়হানের মেয়ে মার্জিয়া আক্তার বলেন, তার বাবাকে কেন এবং কারা হত্যা করেছে কিছুই বুঝতে পারছেন না। কারও সঙ্গে তার শত্রুতা ছিল বলে শোনেননি।

রায়হানের ভাই নাদিম উদ্দিন বলেন, 'গতকাল রোববার রাত সাড়ে ৯টায় রায়হান বাড়ি থেকে বের হন। এর পর আর ফিরেননি। সকালে প্রতিবেশীর ঘাস ক্ষেতে রায়হানের গলাকাটা ও বাম চোখ উপড়ানো লাশ পাওয়া যায়।'

অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ জানান, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Comments

The Daily Star  | English

The elephant in the room no one is talking about

Reform of political parties is of urgent need

11h ago