পৌরসভার সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জ
স্টার অনলাইন গ্রাফিক্স

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর খাইরুল আলম জেমকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার বিকেলে শহরের উদয়ন মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত জেম শিবগঞ্জ পৌর এলাকার মর্দনা মহল্লার মাইনুল ইসলামের ছেলে। তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের একজন সাধারণ সদস্য।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, বিকেল সাড়ে ৫টার দিকে খাইরুল আলম জেম শহরের উদয়ন মোড় এলাকায় গেলে দূর্বৃত্তরা তকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, পূর্ব শত্রুতার জের ধরে জেমকে হত্যা করা হয়েছে।

Comments

The Daily Star  | English
Curfew in Gopalganj after clash

Curfew in Gopalganj after 4 die in clash

The curfew will be in effect until 6:00pm tomorrow

4h ago