কুমিল্লা

সুজন হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড

কুমিল্লায় ৬ জনের মৃত্যুদণ্ড

সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার বারোপাড়া কুচাইতলী এলাকার কলেজ শিক্ষক জা‌হিদুল আজম সুজন হত্যা মামলায় ৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুমিল্লার একটি আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—মো. নয়ন, কামাল, জামাল, মিঠুন, মো. ইলিয়াস ও জাকির হোসেন। পাশাপাশি প্রত্যেক আসামি‌কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয় আদালত।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এই রায় দেন।

সহকারী পাবলিক প্রসিকিউটর মো. নজরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

তিনি বলেন, '২০১০ সা‌লে কুমিল্লায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে জা‌হিদুল আজম সুজনকে হত্যা করা হয়। সেই মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালত। ২ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।'

মামলার এজহারে ১১ জনের নাম থাকলেও পরে ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। অভিযুক্তদের মধ্যে একজন মারা গেছেন।

রায় দেওয়ার সময় দণ্ডপ্রাপ্ত ৩ আসামি উপস্থিত ছিলেন এবং নয়ন, কামাল ও মিঠুন পলাতক।

Comments

The Daily Star  | English

JnU second campus: Project stalled amid bureaucratic hurdles

The construction of Jagannath University’s long-awaited second campus in Keraniganj has stalled due to bureaucratic delays.

6h ago