চলন্ত ট্রেন থেকে ঢাবি শিক্ষার্থীকে ধাক্কা

সহযাত্রী ধাক্কা দেওয়ার পর ট্রেন থেকে পড়ে মাথায় ও কপালে গুরুতর আঘাত পান শিবলী। হাসপাতালে তার পরীক্ষা-নিরীক্ষা চলছে। ছবি: সংগৃহীত

ট্রেনে ব্যাগ রাখাকে কেন্দ্র করে সহযাত্রীর সঙ্গে কথা কাটাকাটির জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে চলন্ত ট্রেন থেকে হঠাৎ ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

আহত ওই শিক্ষার্থীকে পুলিশ উদ্ধার করে হাসপাতাল ভর্তি করে। তার মাথা ও কপালে গুরুতর জখম হয়েছে।

গতকাল শনিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন সিল্কসিটি এক্সপ্রেসে এই ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীকে গাজীপুরে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

এ ঘটনায় আহত মিরাজুল ইসলাম শিবলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং জহুরুল হক হলের আবাসিক ছাত্র।

আহত শিবলী ফেসবুক লাইভে ঘটনার বর্ণনা দিয়ে জানান, শনিবার বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনে উঠেন তিনি। ট্রেনে প্রচুর ভিড় থাকায় ট্রেনের দরজায় দাড়িয়েই ঢাকায় ফিরছিলেন। পথিমধ্যে দরজায় ব্যাগ রাখাকে কেন্দ্র করে এক সহযাত্রীর সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে ঘটনাটি মিটমাটও হয়ে যায়। কিন্তু ট্রেন গাজীপুর পৌঁছালে হঠাৎ করে পেছন থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ওই সহযাত্রী। শিবলী চলন্ত ট্রেন থেকে নিচে পাথরের ওপর পড়ে যান এবং অজ্ঞান হয়ে যান৷ জ্ঞান ফেরার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর কল করে পুলিশের  সহায়তায় নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।

এ ঘটনায় অভিযুক্তকে দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে শিবলী এবং তার বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরা৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান জানান, আহত শিক্ষার্থীর সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয় খোঁজ-খবর রাখছে। পাশাপাশি দোষী ব্যক্তিকে দ্রুত শনাক্ত করতে গাজীপুর ও রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

এ ঘটনায় মামলা করা হবে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

Bangladesh races to expand air cargo capacity

In a first move to address the shortfall, Sylhet's Osmani International Airport is set to launch dedicated cargo operations today

9h ago