বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টায় শহরের মালগ্রামের ডাবতলা এলাকায় এ ঘটনা ঘটে।
বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা
নিহত নাহিদ হাসান। ছবি: সংগৃহীত

বগুড়ায় এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার প্রতিপক্ষদের বিরুদ্ধে।

আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টায় শহরের মালগ্রামের ডাবতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাহিদ হাসান (৩০), বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এবং শহরের মালগ্রামের ঝন্টু শেখের ছেলে।

বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আরিফুল বারি অঞ্জিল বলেন, 'নাহিদ হাসান প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে সাংবাদিকদের কাছে জেনেছি। বিস্তারিত জানার চেষ্টা করছি।'

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টায় মালগ্রাম ডাবতলায় পূর্ব বিরোধের জের ধরে কয়েকজন যুবক নাহিদের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যদের দাবি, টাকা-পয়সা নিয়ে দ্বন্দ্বের জের ধরে নাহিদকে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার দ্য ডেইলি স্টারকে বলেন, 'কারা, কী কারণে নাহিদকে কুপিয়ে হত্যা করেছে তা নিয়ে পুলিশ কাজ করছে। আশা করি দ্রুত আমরা জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পারবো। আমরা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছি।'

Comments