চট্টগ্রামে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

চট্টগ্রামে ধর্ষণের অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে চট্টগ্রামের বন্দর থানাধীন মধ্যম গোসাইলডাঙ্গা এলাকা থেকে গাজী মো. হানিফকে (৫১) গ্রেপ্তার করা হয়।
ওসি সিনহা দ্য ডেইলি স্টারকে বলেন, 'অভিযুক্ত হানিফের সঙ্গে ২ মাস আগে ওই নারীর (২৩) মোবাইলে পরিচয় হয় এবং সে নিজেকে "নাছির" নামে পরিচয় দেয়। একপর্যায়ে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। হানিফ ওই নারীকে বিয়ের প্রস্তাব দেয় এবং চট্টগ্রাম শহরে আসতে বলে।'
'চট্টগ্রামে এলে হানিফ সেই নারীর কাছে গিয়ে নিজেকে নাছিরের বন্ধু বলে পরিচয় দেয় এবং বলে যে নাছির তাকে নেওয়ার জন্য পাঠিয়েছে। পরে তাকে বাড়িতে নিয়ে ধর্ষণ করে,' বলেন তিনি।
ভোরে অভিযোগ পেয়ে সেই নারীকে উদ্ধার ও পরে হানিফকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় মামলা হয়েছে।
Comments