ডিবির এএসআইকে ছুরিকাঘাত

সাভার
ছবি: স্টার ডিজিটাল গ্রাফিক্স

​​​​​​​​​​​​​ঢাকার সাভারে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সহকারী উপ-পরিদর্শক সুলতান আহমেদকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।

সুলতান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে কর্মরত।

গতকাল রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেল নিয়ে বাসায় ফেরার পথে সাভার পৌরসভার ভাটপাড়া এলাকায় তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি রিয়াজ উদ্দিন বিল্পব।

তিনি বলেন, নিয়মিত ডিউটি শেষে মোটরসাইকেল নিয়ে বাড্ডা-ভাটপাড়া এলাকার বাসায় ফিরছিলেন সুলতান। ভাটপাড়া ব্রিজের কাছে পৌঁছালে সুলতানের পেছন থেকে মাথায় ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। পরে তাকে গুরুতর আহত অবস্থায় সাভারের এনাম মেডিকেলে নিয়ে যায় স্থানীয়রা।

আমরা খবর পেয়ে হাসপাতালে গিয়ে সুলতানের সাথে কথা বলি কিন্তু সুলতান কাউকেই চিনতে পারেননি বলে জানিয়েছেন।

'তবে আমাদের ধারণা ছিনতাইকারী অথবা মাদক চোরাকাররীরা সুলতানকে ছুরিকাঘাত করেছে। বিষয়টি তদন্ত করছি। ঘটনার সাথে জড়িতদের শনাক্তের চেষ্টা করছি,' বলে জানান তিনি।

সুলতানে বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী দ্য ডেইলি স্টারকে বলেন, মাথায় ধারাল অস্ত্রের আঘাত নিয়ে সুলতান নামে ডিবি পুলিশের এক সহকারী উপপরিদর্শককে রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে আনা হয়। তার মাথায় ১২/ ১৩ টি সেলাই করতে হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

Comments

The Daily Star  | English

26 killed in Pakistan, 12 in India

India says 'targeted attacks', Pakistan says civilians hit, vows response

12h ago