‘স্কুল ব্যাগে পিস্তল, জুতায় বুলেট’

‘কুমিল্লা থেকে অস্ত্রটি কিনে চট্টগ্রামের একজনকে হস্তান্তর করার জন্য যাচ্ছিলেন আরমান। আমরা অস্ত্রের গন্তব্য জানতে পেরেছি এবং তাকে ধরার চেষ্টা চলছে।’
স্কুল ব্যাগে বিদেশি পিস্তল নিয়ে কুমিল্লা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি। ছবি: সংগৃহীত

স্কুল ব্যাগে বিদেশি পিস্তল নিয়ে কুমিল্লা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

আজ সোমবার ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আকবরশাহ থানা এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এই অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আরমান গনি (৩১) নগরীর চান্দগাও এলাকার বাসিন্দা।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আকবরশাহ থানায় মামলা করেছে।

নগর গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ আলী হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'অস্ত্র নিয়ে একজন কুমিল্লা থেকে চট্টগ্রামে আসছেন—এমন খবরে আমরা অভিযান চালাই। কুমিল্লা থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের গাড়িতে অভিযান চালিয়ে সন্দেহভাজন আরমানকে হেফাজতে নিয়ে তার কাছে থাকা স্কুল ব্যাগ তল্লাশি করে একটি ৭.৬২ বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।'

'এরপর গুলির সন্ধানে তার শরীর তল্লাশি করলে পায়ের জুতা থেকে ৬ রাউন্ড বুলেট পাওয়া যায়,' যোগ করেন তিনি।

আলী হোসেন আরও বলেন, 'কুমিল্লা থেকে অস্ত্রটি কিনে চট্টগ্রামের একজনকে হস্তান্তর করার জন্য যাচ্ছিলেন আরমান। আমরা অস্ত্রের গন্তব্য জানতে পেরেছি এবং তাকে ধরার চেষ্টা চলছে।'

নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক পুলিশ কর্মকর্তা বলেন, 'নগরে ছিনতাই, ডাকাতি কিংবা সামনে নির্বাচনকে কেন্দ্র করে এই অস্ত্র ব্যবহার হতে পারতো বলে আমরা জানতে পেরেছি।'

Comments

The Daily Star  | English

The contradiction of comfort

How comfortable is it to not have clean air to breathe?

6h ago