রাঙ্গামাটিতে স্কুলশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে পুলিশ কনস্টেবল ক্লোজড

রাঙ্গামাটির জুরাছড়িতে ৯ বছর বয়সী স্কুলশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে এক পুলিশের কনস্টেবলের বিরুদ্ধে মামলা হয়েছে।
এ ঘটনায় কনস্টেবল রবিউল ইসলামকে ক্লোজ করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত শনিবার (২৭ মে) প্রাইভেট পড়তে যাওয়ার সময় ওই শিক্ষার্থীর পথরোধ করে যৌন নির্যাতন করেন কনস্টেবল রবিউল।
পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয় কারবারি ও স্কুলের প্রধান শিক্ষক।
গতকাল সোমবার কনস্টেবল রবিউলকে চিহ্নিত করে ওই স্কুলশিক্ষার্থী। আজ মঙ্গলবার এ ঘটনায় মামলা হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করে জুরাছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন ডেইলি স্টারকে বলেন, 'পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তাকে ইতোমধ্যে ক্লোজ করে রাঙ্গামাটি সদরে নেওয়া হয়েছে।'
জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ রাজু ডেইলি স্টারকে বলেন, 'অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুযায়ী তার বিচার হবে।'
Comments