নারায়ণগঞ্জে ২ পক্ষের সংঘর্ষে বাবুর্চি গুলিবিদ্ধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ২ পক্ষের মারামারিতে একটি হোটেলের বাবুর্চি গুলিবিদ্ধ হয়েছেন৷ মঙ্গলবার বিকেলে উপজেলার বরপা এলাকায় এ ঘটনা ঘটে৷
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
গুলিবিদ্ধ বাবুর্চির নাম বিল্লাল হোসেন (৫১)৷ তিনি বরপা এলাকার হোটেল প্রিন্সের বাবুর্চি হিসেবে কর্মরত।
হোটেলটির মালিক নাদিম সাউদ ডেইলি স্টারকে বলেন, 'বিকেলে ঘটনার সময় আমি মসজিদে ছিলাম৷ কর্মচারীরা জানিয়েছেন, ২ পক্ষের মারামারির সময় গুলিতে আমার এক বাবুর্চি আহত হয়েছে৷ প্রথমে তাকে রূপগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছিল৷ সেখান থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়৷'
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, 'ওই ব্যক্তির পেটের বাম পাশে গুলি লেগেছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন৷'
এএফএম সায়েদ বলেন, 'মোটরসাইকেলে মাইক্রোবাসের ধাক্কা লাগা নিয়ে ২ পক্ষের মারামারি লেগে যায়। সে সময় গুলিতে একজন হোটেলের বাবুর্চি আহত হয়েছেন৷ পুলিশ বিষয়টি তদন্ত করছে৷ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে৷'
Comments