টেকনাফে যুবকের অপহরণ ‘নাটক’, চট্টগ্রাম থেকে আটক

রোববার 'নিখোঁজ' নুরুল আফসারকে চট্টগ্রাম থেকে আটক করেছে টেকনাফ থানা পুলিশের একটি দল।
কক্সবাজার
স্টার অনলাইন গ্রাফিক্স

কক্সবাজার জেলার টেকনাফে এক যুবক নিজেকে অপহরণের 'নাটক' সাজিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন।

আজ রোববার 'নিখোঁজ' নুরুল আফসারকে চট্টগ্রাম থেকে আটক করেছে টেকনাফ থানা পুলিশের একটি দল।

টেকনাফে যখন পাহাড়কেন্দ্রিক ধারাবাহিক অপহরণের ঘটনা চলছে, এর মধ্যে তিনি নিখোঁজ হয়েছেন উল্লেখ করে গত ৩০ মে টেকনাফ থানায় একটি জিডি করেন তার ছোট ভাই নুরুল কাইসার। 

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'জিডিতে জানানো হয় যে বাহারছড়া ইউনিয়নের মাথাভাঙ্গা এলাকার বাসিন্দা নুরুল আফসার ২৭ মে নিজ বাড়ি থেকে শামলাপুর বাজারে গরু বিক্রির বকেয়া আনতে যান। এরপর থেকে তিনি নিখোঁজ আছেন। জিডির তদন্ত করার সময় নুরুল আফসারের ব্যক্তিগত মোবাইল ফোন থেকে তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে জানানো হয় তাকে অপহরণ করা হয়েছে এবং ৪ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে।'

'পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আফসারের মোবাইল ফোনের অবস্থান চট্টগ্রাম মহানগরে বলে নিশ্চিত হয় পুলিশ। চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার বহদ্দারহাট এলাকার আবাসিক হোটেল মরিয়মে গিয়ে নুরুল আফসারের অবস্থান পাওয়া যায়। এ সময় হোটেলের সিসিটিভির ফুটেজেও দেখা মেলে আফসারের,' বলেন ওসি।

ওসি আবদুল হালিম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল আফসার স্বীকার করেছেন যে তিনি স্বেচ্ছায় আত্মগোপনে গিয়ে অপহরণ নাটক করে পরিবারের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করেছেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান তিনি। 

Comments