ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক শামসের জামিনের মেয়াদ বাড়ল
রাজধানীর তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় দৈনিক প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসের জামিনের মেয়াদ বাড়িয়েছেন ঢাকার একটি আদালত।
আদালতে তদন্ত প্রতিবেদন জমা হওয়া পর্যন্ত শামস জামিনে থাকবেন।
আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান এই আদেশ দেন।
এদিন শামস আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে স্থায়ী জামিনের আবেদন করেন।
গত ৯ এপ্রিল ঢাকার আরেকটি আদালত শাসমকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন। এর আগে ৩ এপ্রিল একই আইনে শাহবাগ থানায় দায়ের হওয়া আরেক মামলায় ভিন্ন আদালত থেকে জামিন পান শামস।
গ্রেপ্তারের ৫ দিন পর গত ৩ এপ্রিল সন্ধ্যায় কারাগার থেকে মুক্তি পান শামস।
রমনা থানার মামলায় গ্রেপ্তার দেখানোর পর ৩০ মার্চ তাকে আদালতে হাজির করা হয়। আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠান।
মামলায় প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমানসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়।
গত ২৯ মার্চ ভোররাত ৪টায় শামসকে সাভারে তার বাসা থেকে সাদা পোশাকে তুলে নেয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তেজগাঁও থানায় এক যুবলীগ নেতা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার ২ ঘণ্টার মধ্যেই তাকে আটক করা হয়। তবে তাকে গ্রেপ্তার দেখানো হয় আটকের প্রায় ২০ ঘণ্টা পরে দায়ের হওয়া রমনা থানার মামলায়।
গত ২ এপ্রিল বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ মতিউর রহমানকে ৬ সপ্তাহের আগাম জামিন দেন এবং নতুন করে জামিনের জন্য ৬ সপ্তাহ পর ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হাজির হতে বলেন।
হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে শাহবাগ থানায় দায়ের করা মামলায় গত ৩ মে ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে ১৬ আগস্ট পর্যন্ত জামিন পান তিনি।
Comments