নাশকতার মামলায় ৭ বিএনপি নেতাকর্মীর কারাদণ্ড

cmm court.jpg
স্টার ফাইল ছবি

নাশকতার মামলায় ঢাকা সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলরসহ বিএনপির ৭ নেতাকর্মীকে ২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার অ্যাডভোকেট জয়নাল আবেদীন মেছবাহ দ্য ডেইলি স্টারকে জানান, ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. তোফাজ্জল হোসেন আসামিদের অনুপস্থিতিতে এই রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—সবুজবাগ এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. হামিদুর রহমান, জাহাঙ্গীর হোসেন, কাজী বাবু, সোহেল পাটোয়ারী, মোস্তাফিজুর রহমান, মো. সজল ও আবু তাহের।

এ ছাড়া, আদালত তাদের প্রত্যেককে ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড দিয়েছেন।

পলাতক আসামিদের গ্রেপ্তার বা আত্মসমর্পণের দিন থেকে তাদের শাস্তি কার্যকর হবে বলে রায়ে বলা হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় আদালত মামলার আরও ৩০ আসামিকে খালাস দেন।

২০১৩ সালের ৯ ডিসেম্বর হামিদুর রহমানের নেতৃত্বে বিএনপির একদল নেতাকর্মী ঢাকার সবুজবাগ এলাকায় সড়ক অবরোধ করে এবং মিছিল করে। এ ছাড়া, এলাকায় অরাজকতা সৃষ্টির জন্য তারা সেখানে বোমা বিস্ফোরণ ঘটায়।

এ ঘটনায় সবুজবাগ থানা পুলিশ হামিদুর রহমানসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা করে।

Comments

The Daily Star  | English

Licence to fly: Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

12h ago