টেকনাফে ৩ কেজি আইস জব্দ, মিয়ানমারের নাগরিক আটক

কক্সবাজারের টেকনাফে ৩ কেজি ১৬১ গ্রাম আইস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার ভোরে টেকনাফের সাবরাং ইউনিয়নের নাফ নদীর জিন্নাহখাল থেকে মাদকের চালানটি জব্দ করা হয়। এ সময় এক মাদক পাচারকারি আটক হন। আটক নুরুন্নবী মিয়ানমারের মংডু জেলার সুদাপাড়ার বাসিন্দা।

কক্সবাজারের টেকনাফে ৩ কেজি ১৬১ গ্রাম আইস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার ভোরে টেকনাফের সাবরাং ইউনিয়নের নাফ নদীর জিন্নাহখাল থেকে মাদকের চালানটি জব্দ করা হয়। এ সময় এক মাদক পাচারকারি আটক হন। আটক নুরুন্নবী মিয়ানমারের মংডু জেলার সুদাপাড়ার বাসিন্দা।

বিজিবির দাবি, জব্দ করা আইসের দাম প্রায় ১৬ কোটি টাকা।

টেকনাফে বিজিবির ব্যাটালিয়ন-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, 'আজ ভোরে টেকনাফের সাবরাং ইউনিয়নের নাফ নদীর জিন্নাহখাল এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় বিজিবি। এ সময় মিয়ানমারের দিক থেকে একটি কাঠের নৌকায় নাফ নদী অতিক্রম করে তিনজন বাংলাদেশে প্রবেশ করেন। তাদের থামতে বলা হলে দুজন নদীতে লাফ দিয়ে পালিয়ে যান। একজনকে আটক করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা। নৌকাটি তল্লাশি করে ৩ কেজি ১৬১ গ্রাম আইস পাওয়া যায়।'

আটক নুরুন্নবীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম দ্য ডেইলি স্টারকে বলেন, গ্রেপ্তার আসামিকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতে আসামিকে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।

Comments