ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ১ লাখ টাকা জরিমানা

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ঠাকুরগাঁওয়ের এক সাংবাদিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
ডিজিটাল নিরাপত্তা আইন
স্টার অনলাইন গ্রাফিক্স

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ঠাকুরগাঁওয়ের এক সাংবাদিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

ফেসবুকে প্রতিবন্ধীদের হেয় করে পোস্ট দেওয়ার দায়ে আজ বুধবার রাজশাহীর একটি আদালত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুল লতিফ লিটু দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।

রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর ইসমত আরা দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

২০২১ সালের সেপ্টেম্বরে সাংবাদিক লিটু কারও নাম উল্লেখ না করে একজন শারীরিক প্রতিবন্ধী কর্মকর্তা সম্পর্কে আপত্তিকর ও মানহানিকর শব্দ ব্যবহার করে ফেসবুক পোস্ট দিয়েছিলেন বলে জানান ইসমত আরা।

ওই পোস্টের পরিপ্রেক্ষিতে বাঁধন প্রতিবন্ধী সংস্থা রাজশাহী শাখার তৎকালীন প্রেসিডেন্ট মো. জাহিদুর রহমান সাইবার ট্রাইব্যুনালে লিটুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

মামলায় বলা হয়, সাংবাদিক লিটুর পোস্টটি সব শারীরিক প্রতিবন্ধীদের জন্য আপত্তিকর এবং মানহানিকর।

দীর্ঘ ১ বছর ৯ মাসের বেশি সময় ধরে মামলাটি বিচারাধীন ছিল।

আজ রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ (২) ও ২৯ (২) ধারায় আসামিকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানার আদেশ দেন।

জরিমানার টাকা না দিতে পারলে আসামিকে ৩ মাস করে মোট ৬ মাস কারাভোগ করতে হবে।

বাঁধনের বর্তমান প্রেসিডেন্ট আবু তারেক মুকুল দ্য ডেইলি স্টারকে জানান, তারা এ রায়ে খুশি নন। এখন তারা আপিল করার কথা ভাবছেন।
 

Comments

The Daily Star  | English

9 die of dengue

Highest single-day deaths this year

4h ago