ধানমন্ডিতে তরুণীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার ১
রাজধানী ঢাকার ধানমন্ডির একটি বন্ধ রেস্তোরাঁয় তরুণীকে (২১) ধর্ষণের ঘটনায় করা মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে অভিযুক্ত মাহাদি হাসান জারিফকে (২৫) গ্রেপ্তার করা হয়ে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম।
তিনি জানান, গতকাল রাতে বরিশালের কোতোয়ালী থানার আওতাধীন জর্ডান রোড এলাকা থেকে ওই তরুণকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তরুণীকে ধর্ষণের কথা স্বীকার করেছেন মাহাদি।
আসামির বরাত দিয়ে ওসি জানান, গত ৩ জুলাই ধানমন্ডি লেকে ওই তরুণীর সঙ্গে মাহাদির পরিচয় হয়। তিনি ওই তরুণীকে রেস্তোরাঁয় নিয়ে যান। পরে সেই বন্ধ রেস্তোরাঁর বারান্দায় নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করেন।
এই ঘটনায় পরদিন রাতে ওই তরুণীর বাবা বাদী হয়ে ধানমন্ডি থানার ধর্ষণ মামলা দায়ের করেন বলেও জানান ওসি।
Comments