হিরো আলমের ওপর হামলা: অজ্ঞাত ২০ জনের বিরুদ্ধে মামলা

আজ মঙ্গলবার বনানী থানার এ মামলা দায়ের করা হয়।
হিরো আলমের ওপর হামলার ঘটনায় জাতিসংঘের উদ্বেগ
গতকাল সোমবার ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলমকে রাস্তায় ফেলে পিটিয়েছে দুর্বৃত্তরা। ছবি: প্রবীর দাশ

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

আজ মঙ্গলবার রাজধানীর বনানী থানার এ মামলা দায়ের করা হয়।

হিরো আলমের ব্যক্তিগত সহকারী মো. সুজন রহমান শুভ বাদী হয়ে অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

রাজধানীর বনানী এলাকায় গতকাল সোমবার ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলমকে রাস্তায় ফেলে পিটিয়েছে দুর্বৃত্তরা। ওই সময় হামলাকারীদের গলায় 'নৌকা' প্রতীকের ব্যাজ ঝুলতে দেখা যায়।

Comments

The Daily Star  | English

Up to 4,000 Malaysia-bound workers failed to fly: BAIRA

Despite having the necessary documents, up to four thousand Bangladeshi migrant workers failed to go to Malaysia due to not getting air tickets, Bangladesh Association of International Recruiting Agencies said today

29m ago