সুপ্রিম কোর্টে ড. ইউনূসের লিভ টু আপিল আবেদন খারিজ

ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আরোপিত দানকর বৈধ ঘোষণা করা রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি (লিভ টু আপিল) চেয়ে আবেদন করেছিলেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। তবে তার আপিল গ্রহণ করেননি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে তাকে এই করের টাকা পরিশোধ করতে হবে।

আজ রেববার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন।

বেঞ্চের অন্য ৩ সদস্য হলেন, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম।

সুপ্রিম কোর্টের আদেশের পূর্ণাঙ্গ পাঠ প্রকাশিত না হওয়ায় এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

ড. ইউনূসের আইনজীবী সরদার জান্নাত আলী দ্য ডেইলি স্টারকে বলেন, ড. ইউনূস তার ট্রাস্টকে যে অর্থ উপহার দিয়েছেন, সুপ্রিম কোর্টের আদেশের পর তার ওপর কর দিতে হবে।

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

গত ৩১ মে হাইকোর্ট রায় দেয়, ড. ইউনূস তার ৩টি দাতব্য ট্রাস্টকে যে উপহার দিয়েছেন সেই অর্থের ওপর কর আরোপের সিদ্ধান্ত বৈধ।

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন সেদিন সাংবাদিকদের বলেন, হাইকোর্টের রায়ের অর্থ ইউনূস তার ট্রাস্টে যে অর্থ দিয়েছিলেন তার ওপর প্রায় ১২ কোটি টাকা কর দিতে হবে।

তিনি বলেন, বিভিন্ন বছরে অনুদানের টাকার ওপর প্রায় ১৫ কোটি টাকা কর আরোপ করা হয়েছে, এবং এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করার আগে ড. ইউনূস সংশ্লিষ্ট দপ্তরে ৩ কোটি টাকার বেশি জমা দিয়েছেন।

 

Comments

The Daily Star  | English

22 out of 35 parties want caretaker govt system

As per proposals sent to constitution reform commission

10h ago