নারী যাত্রীকে ক্রু সদস্যের হয়রানির ঘটনায় বিমানের তদন্ত কমিটি

কমিটিকে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এয়ারবাস উড়োজাহাজ কিনতে বিমানের ইউ-টার্ন

সংযুক্ত আরব আমিরাতগামী ফ্লাইটে নারী যাত্রীকে হয়রানির অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমানের প্রধান ফিনান্সিয়াল কর্মকর্তা (উপসচিব) মো. নওশাদ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, মহাব্যবস্থাপক (কার্গো) মো. রাশেদুল করিমের নেতৃত্বে এক সদস্যের কমিটিকে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিমান সূত্র জানায়, ১১ জুলাই রাত সাড়ে ৮টায় বিমানের ফ্লাইট বিজি-২৫১-এর বিজনেস ক্লাসে ভ্রমণ করছিলেন ওই নারী যাত্রী। সিলেট থেকে শারজা যাচ্ছিলেন তিনি।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে লিখিত অভিযোগে ওই নারী অভিযোগ করেন যে ওই ফ্লাইটের একজন ফ্লাইট পার্সার - লুৎফর রহমান ফারুকী বিমান উড্ডয়নের পরপরই তার সঙ্গে অপ্রাসঙ্গিক বিষয়ে কথা বলতে শুরু করেন এবং যৌন হয়রানির চেষ্টা করেন।

লিখিত অভিযোগে আরও বলা হয়, নিরাপত্তার অভাবে তিনি ফ্লাইট পার্সারের বিরুদ্ধে কোনো অভিযোগ বা ব্যবস্থা নিতে পারেননি।

তিনি বলেন, তিনি আর কখনো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ভ্রমণ করবেন না।

অভিযুক্ত কেবিন ক্রুকে ইতোমধ্যেই সাময়িক বরখাস্ত করেছে বিমান।

জানতে চাইলে নওশাদ হোসেন বলেন, তারা অভিযোগটি গুরুত্বের সঙ্গে নিয়েছেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ফ্লাইট পার্সারের বিরুদ্ধে নিয়মানুযায়ী কঠোর ব্যবস্থা নেবে বিমান কর্তৃপক্ষ।

Comments