টেকনাফে বস্তাভর্তি ইয়াবা ফেলে পালাল পাচারকারীরা

কক্সবাজারের টেকনাফে সাগর পথে মিয়ানমার থেকে পাচারের সময় বস্তা ভর্তি ৭ লাখ ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড। তবে এই ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
টেকনাফে পাচার হওয়ার সময় সাত লাখ ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে সাগর পথে মিয়ানমার থেকে পাচারের সময় বস্তা ভর্তি ৭ লাখ ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড। তবে এই ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

আজ বুধবার ভোরে টেকনাফের সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ সংলগ্ন মিঠা পানির ছড়া ফিশিং ঘাট এলাকা থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়।

টেকনাফের কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম লুৎফুল লাহিল মাজিদ জানান, ফিশিং ঘাট এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার চালান আসার গোপন খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল সেখানে অবস্থান নেন। রাত পৌনে ৩টার দিকে একটি মাছ ধরার নৌকা সমুদ্রপথে এসে ৪টি বস্তাসহ ৪ জনকে ঘাটে নামিয়ে দিয়ে আবার সাগরে চলে যায়। ঘাটে নামা ওই ৪ ব্যক্তি কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বস্তাগুলো ফেলে দৌঁড়ে ঝাউবনে পালিয়ে যান। বস্তাগুলো তল্লাশি করে ৭ লাখ ইয়াবা পাওয়া যায়।

Comments