শরণখোলায় মা-মেয়েকে কুপিয়ে হত্যা
বাগেরহাটের শরণখোলায় ৫ বছরের শিশু ও তার মাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, পাপিয়া বেগম (৩৫) ও তার মেয়ে সওদা জেমিকে (৫) ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বাড়িতেই মারা যায় শিশুটি। গুরুতর আহত অবস্থায় পাপিয়া বেগমকে উদ্ধার করে রাত ৮টার দিকে হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাত ৯টার দিকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম হোসেন বলেন, 'হত্যার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। তদন্ত চলছে। শিগগিরই এ ঘটনার রহস্য উদঘাটন করা হবে।'
গ্রাম পুলিশ (চৌকিদার) স্বপন কুমার বালী দ্য ডেইলি স্টারকে বলেন, 'পাপিয়ার স্বামী আবু জাফর হাওলাদার ঢাকায় কাজ করেন। তাদের সন্তান জিহাদ (১৫) পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি দোকানে কাজ করে। ছোট সন্তান জেমিকে নিয়ে বাড়িতে একাই থাকতেন পাপিয়া বেগম।'
শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশফাক বলেন, 'হাসপাতালে আনার আগেই পাপিয়া বেগমের মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন আছে।'
Comments