সাবেক প্রতিমন্ত্রী রেদোয়ান আহমেদের ৩ বছরের জেল

২০০৭ সালে মুক্তিযুদ্ধ সংসদের তহবিল থেকে ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিএনপির সাবেক প্রতিমন্ত্রী রেদোয়ান আহমেদকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম।
এর আগে বিচারক রেদোয়ানের জামিন বাতিল করে তাকে 'পলাতক' ঘোষণা করেন এবং আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
একইসঙ্গে মুক্তিযুদ্ধ সংসদের তহবিল থেকে আত্মসাৎ করা ৫০ লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেন বিচারক।
বিচারক তার রায়ে বলেন, পলাতক আসামির সাজা তার গ্রেপ্তার বা আত্মসমর্পণের দিন থেকে কার্যকর হবে।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মুক্তিযুদ্ধ সংসদের তৎকালীন সেক্রেটারি জেনারেল শাহ আলম চৌধুরীকে বেকসুর খালাস দেন আদালত।
এর আগে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলার বাদীসহ রাষ্ট্রপক্ষের ১০ জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়।
Comments