কক্সবাজারে হোটেল কক্ষ থেকে আ. লীগ নেতার মরদেহ উদ্ধার

সকাল ৮টার দিকে হোটেল সানমুনের একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার।
সাইফ উদ্দীন। ছবি: সংগৃহীত

কক্সবাজার জেলা শহরের বিজয়ী সরণীর একটি আবাসিক হোটেল থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার সকাল ৮টার দিকে হোটেল সানমুনের একটি কক্ষ থেকে দুই হাত বাঁধা অবস্থায় সাইফ উদ্দীনের (৪২) মরদেহ উদ্ধার করা হয়।

সাইফ উদ্দীন ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক ছিলেন। পরে আওয়ামী লীগ কক্সবাজার পৌর শাখার ত্রাণ ও সমাজকল্যান সম্পাদকের দায়িত্ব পালন করেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল বলেন, কারা, কী কারণে, কীভাবে খুন করেছে তার কারণ উদঘাটনে কাজ শুরু করেছে পুলিশ।

সাইফ উদ্দিন অবসরপ্রাপ্ত আনসার কমান্ডার আবুল বাশারের বড় ছেলে। শহরের ঘোনারপাড়ায় বসবাস করতেন সাইফ উদ্দিন।

হোটেলের সামনে বিলাপ করতে করতে সাইফ উদ্দীনের বাবা আবুল বাশার বলছিলেন তার ছেলেকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। তিনি সন্তান হত্যার বিচার চান।

Comments