চুনারুঘাটে সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যা, আটক ১

আকলিমাকে দা দিয়ে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করে দেয় তার সাবেক স্বামী।
রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

হবিগঞ্জের চুনারুঘাটে সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে গুরুতর আহত অবস্থায় আকলিমা খাতুন (৩২) মারা যান। 

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলার চুনারুঘাট উপজেলার সোনাচং গ্রামের সুজন মিয়া প্রায় ১৫ বছর আগে আকলিমাকে বিয়ে করেন। তাদের সংসারে ৭ ছেলেমেয়ে আছে। তবে সম্প্রতি তাদের বিয়ে বিচ্ছেদ হয়।

গতকাল সন্ধ্যার আগে বাড়ির সামনে দিয়ে আকলিমা যাওয়ার পথে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সুজন তার হাতে থাকা দা দিয়ে আকলিমাকে কোপাতে শুরু করেন। ধারালো অস্ত্রের আঘাতে আকলিমার বাঁ হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ডান হাতের কবজি কেটে যায়। একইভাবে বাঁ পা গোড়ালি থেকে বিচ্ছিন্ন হয়।

গুরুতর আহত আকলিমাকে প্রথমে নেওয়া হয় চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। সেখানে নেওয়ার পথে রাত ১১টার দিকে আকলিমার মৃত্যু হয়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল হক বলেন, সুজন মিয়াকে  আটক করা হয়েছে।

তিনি বলেন, আজ সকালে হবিগঞ্জ ২৫০ শয্যার জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য আকলিমার মরদেহ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

Comments