ধর্ষণ, নির্যাতনের অভিযোগে কারাগারে বিটিআরসি কর্মকর্তা

শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
সঞ্জীব কুমার সিংহ। ছবি: সংগৃহীত

ধর্ষণ ও পর্নোগ্রাফির অভিযোগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) উপ-পরিচালক সঞ্জীব কুমার সিংহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে এক নারীর মামলার পর শুক্রবার রাতে সঞ্জীবকে গ্রেপ্তার করা হয়।

গতকাল পুলিশ সঞ্জীবকে রিমান্ডে চেয়ে আবেদন করলে আদালত একদিনের জন্য জেল হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

ময়মনসিংহের বাসিন্দা সঞ্জীব ঢাকার ধানমন্ডি এলাকায় থাকতেন। তিনি বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগে কর্মরত ছিলেন।

মামলার এজাহারে বলা হয়, ২০১৩ সালে ভুক্তভোগী নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন সঞ্জীব। ২০১৪ সাল থেকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ এবং ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করেন। সম্পর্ক ছিন্ন করতে চাইলে সেসব ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে নির্যাতন করেন তিনি।

গত ১৫ আগস্ট ধানমন্ডির বাসায় ডেকে নিয়ে ওই নারীকে হত্যাচেষ্টা করেন  সঞ্জীব। পরে গত শুক্রবার থানায় গিয়ে মামলা করেন ওই নারী।

Comments