নোয়াখালী

অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর সোনাইমুড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ছবি: সংগৃহীত

অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত মো. আনোয়ার হোসেন বাবুকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর সোনাইমুড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুলতান আহসান উদ্দিন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানান। 

তিনি আরও জানান, গ্রেপ্তার মো. আনোয়ার হোসেন বাবু (৩৩) উপজেলার ওয়াছেকপুর গ্রামের ডা. মো. গিয়াস উদ্দিন সেলিমের ছেলে। তিনি নিজেকে বিডি সফটেক্সের চেয়ারম্যান বলে পরিচয় দিতেন।   

Comments