চবিতে ২ কর্মকর্তার ওপর হামলা: ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

চবি
ফাইল ছবি

চাঁদা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনায় চবি শাখা ছাত্রলীগ নেতা রাজু মুন্সির বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গতকাল সোমবার রাতে চবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হিসাব বিজ্ঞান বিভাগের সাবেক ছাত্র রাজু মুন্সিকে আসামি করে মামলাটি করেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা আবদুর রাজ্জাক।

মামলার বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, 'চাঁদাবাজির দাবিতে দুই কর্মকর্তার ওপর হামলার অভিযোগে রাজু মুন্সি ও অজ্ঞাতনামা দুজনের বিরুদ্ধে মামলা করেছেন আব্দুর রাজ্জাক।

ওসি বলেন, আমরা এ ঘটনার তদন্ত শুরু করেছি

গতকাল প্রধান প্রকৌশলীকে লাঞ্ছিত ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তাকে হয়রানি করেন ওই নেতা।

এ ঘটনার প্রতিবাদে প্রকৌশল অধিদপ্তর ক্যাম্পাসের পানি, গ্যাস ও বিদ্যুতের লাইন কয়েক ঘণ্টা বিচ্ছিন্ন করে এবং ছাত্রলীগ নেতাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ করে।

হামলার নেতৃত্বে রাজু মুন্সিকে চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারী বলে অভিযোগ করা হয়।

গতকাল সকাল ১১টার দিকে কাটা পাহাড় সড়কে প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) সৈয়দ জাহাঙ্গীর ফজলকে মারধর করা হয়।

এরপরই নিরাপত্তা কর্মকর্তা শেখ আবদুর রাজ্জাককে রাজু হয়রানি করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার পর প্রকৌশল বিভাগের কর্মচারীরা চবি উপাচার্যের কার্যালয়ের সামনে জড়ো হয়ে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।

প্রধান প্রকৌশলী সৈয়দ জাহাঙ্গীর ফজলে জানান, তিনি সরকারি কাজে কাটা পাহাড় রোডে গিয়েছিলেন।

হঠাৎ ছাত্রলীগ নেতা রাজু মুন্সি উপস্থিত হয়ে তাকে বকাঝকা শুরু করেন। একপর্যায়ে ছাত্রলীগের লোকজন তাকে ঘুষি মারতে থাকে বলে জানান তিনি।

ক্যাম্পাস সূত্র জানায়, রাজু মুন্সি চাঁদার দাবিতে ক্যাম্পাসে দ্বিতীয় চারুকলা অনুষদের ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দেন।

যোগাযোগ করা হলে, চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক টিপু দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি নিশ্চিত নই কি ঘটেছে। আমরা অভিযোগ শুনেছি। আমরা বিষয়টি খতিয়ে দেখব।'

Comments

The Daily Star  | English

Govt to unveil 'July Declaration' on August 5

It will be presented before the nation at 5:00pm

1h ago